নাসিম আহমেদ রিয়াদ, নিজস্ব প্রতিবেদকঃ
বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজনে সুপ্রিম কোর্টের শহীদ শফিউর রহমান মিলনায়তনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য সুনামগঞ্জ -১ এর ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সিনিয়র উপাচার্য নর্দান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আনোয়ারুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর নাছিম আখতার। জনাব মমতাজ উদ্দিন ফকির সভাপতি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি,জনাব মোঃ আব্দুন নূর দুলাল সাধারণ সম্পাদক সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোশারফ হোসেন সরদার, এম এ কামরুল হাসান খান (আসলাম) ডেপুটি অ্যাটর্নি জেনারেল।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট একেএম দাউদুর রহমান মিনা, সভাটি পরিচালনা ও বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন বাদল ও বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা উপ-কমিটির সদস্য ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রসায়নবিদ ড. জাফর ইকবাল, সহ সভাপতি বিশ্বজিৎ পাল, উপদেষ্টা সিএম আব্দুল্লাহ ও অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া ও কেন্দ্রীয় কমিটি সহ বাংলাদেশের বিভিন্ন জেলা ও থানা থেকে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এমসয় বক্তারা বলেন, আমরা যতদিন বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত থাকবো, ততদিন আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট থাকবে। আমাদের মহান নেতা সেদিন সবাইকে ‘সোনার বাংলা’ গড়ার ডাক দিয়েছিলেন। আমি আশা করি দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা সে লক্ষ্য অর্জনে সফল হবো।
Leave a Reply