সুজন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার খোশবাজার ছালেহিয়া দারুচ্ছুন্নাত কামিল মাদরাসার আলিম প্রথম বর্ষ নতুন শিক্ষার্থীদের ছবক ও দাখিল পরীক্ষা জিপিএ-৫ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
০১ (র্ফেরুয়ারী) বুধবার মাদরাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, অত্র মাদরাসার অধ্যক্ষ আ.না.ম. আব্দুল্লাহ বিন মাছউদ।
ছবক ও সংবর্ধনা অনুষ্ঠানে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আবুল হাছনাত শাহ্ মুহাঃ আয়াতুল্লাহ (মেঝো পীর ছাহেব) সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান।
আরোও অতিথির বক্তব্য রাখেন ১৫নং দেবীপুর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান নুর ইসলাম, সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, কুমারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস আলী। দু’আ ও মুনাজাত পরিচালনা করেন, খোশবাজার দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত শাহ্ আবু ছাঈদ মুহাঃ নাজমুছ ছায়াদত সহ অত্র মাদরাসার শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দাখিল পরীায় জিপিএ-৫ প্রাপ্ত মাদরাসার কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
You cannot copy content of this page