সুজন ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী ডিগ্রি কলেজে ২০২২/২০২৩ শিক্ষা বর্ষে ভর্তি কৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত।
বুধবার (১ ফেব্রুয়ারি) এই ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস।
ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠানকে উপলক্ষে সাজানো হয় গোটা ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে।
সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও।
উক্ত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে ভূল্লী ডিগ্রী কলেজের অধ্যক্ষ জুলফিকার আলী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ অরুণাংশু দত্ত টিটো।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও সদর উপজেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, ৫ নং বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলি ভুট্টাে চৌধুরী, উপাধ্যক্ষ আব্দুস সামাদ, ভূল্লী প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক বাপ্পী সহ উক্ত কলেজের সহকারী অধ্যাপক, প্রভাষক এবং ছাত্র/ছাত্রী বৃন্দ।
এতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভূল্লী ডিগ্রী কলেজের অধ্যক্ষ জুলফিকার আলী বলেন, সদর উপজেলার অত্যন্ত ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান এটি। এখান থেকে সুশিক্ষা গ্রহণ করে সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করতে হবে। তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী দেশ গঠনের স্বপ্ন দেখি।
অনুষ্ঠান শেষে এইচ এস সি দ্বিতীয় বর্ষের ছাত্র ছাত্রী গন প্রথম বর্ষের শিক্ষার্থীদের গোলাপ ফুল দিয়ে বরন করে নেন।
Leave a Reply