শাহিনুর রহমান সোনা, রাজশাহীঃ উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ ৫ পেয়েছেন রাজশাহীর সুরাইয়া আক্তার স্নিগ্ধা। দেশ সেরা রাজশাহী কলেজ থেকে বিজ্ঞান বিভাগে পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনি। মেধাবী স্নিগ্ধার লালিত স্বপ্ন- অদম্যতার এ ধারা অব্যাহত রেখে নিজেকে গড়ে তুলবেন একজন প্রতিষ্ঠিত প্রকৌশলী হিসেবে।
বুধবার দুপুরে নিজের ফেসবুক আইডি থেকে পোস্ট করে এই তথ্য জানিয়েছেন স্নিগ্ধার বাবা ও রাজশাহী সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি। ফেসবুকে মেয়ের সাফল্যের কথা তুলে ধরে সবার কাছে দোয়াও চেয়েছেন তিনি। স্নিগ্ধার এমন সাফল্যে তাকে প্রশংসায় ভাসাচ্ছেন পরিবার, বন্ধু-বান্ধব ও আত্মীস্বজনরা।
কেমন লাগছে জানতে চাইলে সুরাইয়া আক্তার স্নিগ্ধা বলেন, আমি অনেক খুশি। ভালো রেজাল্টের পেছনের কারিগর আমার মা-বাবা। তাদের থেকে জীবনের জন্য যে শৃঙ্খলাবোধ শিখেছি; সেটিই এই সাফল্যের প্রধান বাহক। আজকের খুশীর দিনে আমি আমার সকল শিক্ষককে স্মরণ করছি শ্রদ্ধাচিত্তে, যাঁরা আমাকে এখানে আসতে সর্বাত্বক সহযোগিতা করেছেন।
কোন স্বপ আছে কিনা- জানতে চাইলে স্নিগ্ধা বলেন, সেটি এখনো সেভাবে ঠিক করতে পারিনি। তবে প্রকৌশলী হওয়াটা আমার ছোটবেলার শখ। সেই লক্ষ্যেই পড়াশুনো করছি। সবাই দোয়া করবেন।
বুধবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার পর প্রকাশিত হয়েছে ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের পরীক্ষার ফলাফল। প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে শিক্ষামন্ত্রী দীপু মনি ও বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন। এ বছর অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লাখ ৭৭ হাজার ৩৮৭ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০ লাখ ১১ হাজার ৯৮৭ জন। পাশের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন।
You cannot copy content of this page