নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী'র তাহেরপুর জামলই হাফেজিয়া মাদ্রাসা উদ্বোধন ও বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
৯ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) বাগমারা উপজেলা'র তাহেরপুর পৌরসভার জামলই নামক স্থানে উক্ত হাফেজিয়া মাদ্রাসার উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহেরপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ। প্রধান অতিথি উক্ত হাফেজিয়া মাদ্রাসার উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেন। এ সময় তিনি বলেন, তাহেরপুর পৌরসভা এলাকায় প্রতিটি ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে শিক্ষা প্রতিষ্ঠানের বিকল্প নেই। সেই লক্ষে আমরা তাহেরপুর বাসী একত্র হয়ে কাজ করছি। আপনারা আমার পাশে থাকলে তাহেরপুর হবে রাজশাহী জেলা'র মধ্যে উন্নয়ন ও শিক্ষার রোল মডেল। মেয়র এ সময় নতুন হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য কম্বল দেওয়ার প্রতিশ্রুতি দেন। সেই সাথে মাদ্রাসার উন্নয়নে সব সময় পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুনসুর রহমান, তাহেরপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ জিয়া উদ্দিন টিপু, জামলই হাফেজিয়া মাদ্রাসার অধ্যক্ষ আঃ রহিম, অত্র মাদ্রাসার সাধারণ সম্পাদক আঃ জব্বার লালু প্রমুখ।
You cannot copy content of this page