সুজন ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা ও চাঁদাদাবীর মামলায় সাত জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে আসামীদেরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় বলে জানান ভূল্লী থানার ওসি মো. আতিকুর রহমান।
১০ ফেব্রæয়ারী ২০২৩ তারিখ সকাল অনুমান ১১.৩০ ঘটিকার সময় ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কিসামত শুখানপুকুরী গ্রামের মৃত অমিা বর্মনের ছেলে শৈলেন্দ্র নাথ রায় (৫২), বাদী হয়ে বাদী হয়ে ০৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১২ জনকে আসামী করে ভূল্লী থানায় একটি মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন:- ১। অমল চন্দ্র বর্মন (৪২), পিতা-মৃত কালঠু বর্মন, ২। দিপক চন্দ্র বর্মন (২৬), পিতা-মৃত সুধির চন্দ্র বর্মন, ৩। মহেন্দ্র নাথ বর্মন (৬৫), পিতা-মৃত রাম বাবু, ৪। মোটাই চন্দ্র বর্মন (৪২), পিতা-মৃত কালঠু রাম বর্মন, ৫। পবিত্র রায় (৩৫), পিতা-মৃত জতিন্দ্র নাথ বর্মন, ৬। স্বপন চন্দ্র রায় (২৮), পিতা-জতিন্দ্র নাথ বর্মন, সর্ব সাং-কিসামত শুখানপুকুরী, ৭। মোঃ আহসান হাবীব (৬৫), পিতা-ইশার আলী, সাং-ছোট বালিয়া কলোনী, সর্ব থানা-ভূল্লী, জেলা-ঠাকুরগাঁও।
মামলার বরাতে ওসি একেএম আতিকুর রহমান আতিক বলেন, শুক্রবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার বালিয়া ইউনিনের ইউনিয়নের কিসামত শুখানপুকুরী গ্রামে গ্রেপ্তারকৃত সাতজনসহ অজ্ঞাত আরও ১২ জনের একদল লোক শৈলেন্দ্র নাথ রায় ৮৮ শতক জমি জোরপূর্বক দখল করতে যায়। ওই সময় মামলার বাদী জমি দখল করতে বাঁধা দিলে তারা বাদীর কাছে ৩ লক্ষ টাকা চাঁদা দাবী করে। বাদী চাঁদা দিতে অস্বীকার করায় বাদীকে, বাদীর ছেলে ও বাদীর ভাতিজাকে হত্যার উদ্দেশ্যে মারপিট করে এবং ভয়ভীতি প্রদান করে।
বাদী আসামীদের বিরুদ্ধে ভূল্লী থানায় এজাহার দায়ের করিলে ওসি একেএম আতিকুর রহমান আতিক সাতজনকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে প্রেরণ করেন। এরপর মামলাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।
You cannot copy content of this page