সুজন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি পৃথক পৃথক ভাবে তাদের কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন করেছে। বিএনপি ইউনিয়ন পর্যায় পদযাত্রা কর্মসূচি পালন করে। অপরদিকে আওয়ামীলীগ শান্তি ও সম্প্রীতি সমাবেশ করেছে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় ভূল্লী বটতলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিত্যপণ্যের দাম কমানো এবং ১০ দফা দাবি আদায়ে চলমান গণআন্দোলনের যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়ন পর্যায় পদযাত্রায় ৫ নং বালিয়া ইউনিয়ন বিএনপি কর্মসূচি পালন করে।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, জেলা বিএনপির সহ অর্থবিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জুলফিকার আলী ভূট্টো চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নাজিমুল ইসলাম লাল, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, সদর উপজেলা যুবদলের আহবায়ক আশরাফুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েস, ৫ নং বালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা কর্মসূচিতে অংশ গ্রহণ করে।
অপরদিকে, ভূল্লী বালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ের সামনে বিকাল সাড়ে পাঁচ টায় বিএনপি-জামায়াত জোটের নৈরাজ্যমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ শান্তি ও সম্প্রীতি সমাবেশ করে।
এ সময় উপস্থিত ছিলেন, ৫ নং বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর এ আলম সিদ্দিকী মুক্তি, সদর উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, জেলা যুবলীগের উপ-দপ্তর সম্পাদক এস এম সাওন চৌধুরী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাকিউর আলম জুয়েল, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সারোয়ার কাউসার মানিক, সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি নুরে আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।
ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি), একে এম আতিকুর রহমান জানান, দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি পৃথক পৃথক ভাবে তাদের কেন্দ্র ঘোষিত কর্মসূচী পালন করেছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা বাহিনী জনসাধারণ এর জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে সর্বদা সজাগ রয়েছে।
You cannot copy content of this page