নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি
“শেকড়ের টানে এসো, এসো সবুজ প্রাণ, আগামীর পথে নবীন হও বলীয়ান” এই পতিবাদ্য সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুর মহিলা কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীদের সন্মানে নবীন বরণ, কৃতিশিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে নাগরপুর মহিলা কলেজ প্রাঙ্গণে এ নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নাগরপুর মহিলা কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান আনিসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মীর আক্তার হোসেন, নাগরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. শাহ্ আলম মিয়া, বৈদেশিক কর্মসংস্থান প্রশিক্ষণ কেন্দ্রর অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. আশরাফ আমীন,কারিগরি স্কুলের প্রধান শিক্ষক মো.আতিকুর রহমান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা,নাগরপুর থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন প্রমুখ।অনুষ্ঠানে মহিলা কলেজের শিক্ষার্থীসহ গণ্যম্যান্য ব্যাক্তি বর্গরা উপস্থিত ছিলেন। এসময় নবীন ও প্রবীন ছাত্রীদের পদ চারণায় মুখরিত হয়ে উঠে কলেজ ক্যাম্পাস।
Leave a Reply