কাজাখস্তানের আস্তানায় এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ৬০ মিটার স্প্রিন্টে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন ইমরানুর রহমান। প্রথম বাংলাদেশি অ্যাথলেট হিসেবে এই অর্জন তার।
এমন কীর্তির জন্য ইমরানুরকে অভিনন্দন জানিয়েছেন ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল।
শনিবার রাতে এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘কাজাখস্তানের আস্তানায় অনুষ্ঠিত এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জয় করায় আমাদের কৃতি অ্যাথলেট ইমরানুরকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। ইমরানুরের এ সাফল্য দেশের অন্য অ্যাথলেটদের সামনে এগিয়ে যেতে উৎসাহ জুগাবে। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।’
কাজাখস্তানে অনুষ্ঠানরত এ প্রতিযোগিতার ফাইনালে শনিবার সেরা হতে ইমরানুর সময় নিয়েছেন মাত্র ৬.৫৯ সেকেন্ড। এই ইভেন্টে যা তার সেরা টাইমিং। ৬.৬৫ সেকেন্ডে সময় নিয়ে দ্বিতীয় হন হংকংয়ের শাক কাম চিং। তৃতীয় হওয়া চিংয়ের স্বদেশি লি হং কিটের টাইমিং ৬.৭৭ সেকেন্ড।
এই আসরের আগে এই ইভেন্টে ইমরানুরের সেরা টাইমিং ছিল ৬.৬৪ সেকেন্ড। এদিন প্রথমে সেমিফাইনালে সেই টাইমিং ছাড়িয়ে যান তিনি। দৌড় শেষ করেন ৬.৬১ সেকেন্ডে। পরে ফাইনালে সেই টাইমিংকেও ছাড়িয়ে যান। গড়েন ইতিহাস।
Leave a Reply