নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি
টাঙ্গাইলের নাগরপুরে ২০২৩-২০২৪ ভিডব্লিউবি চক্রের উপকারভোগীদের মাঝে কার্ড বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এ কার্ড বিতরণের আয়োজন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, পাকুটিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান সিদ্দিক, বেকড়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. শওকত হোসেন, ধুবড়িয়া ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান খান শাকিল, ভাদ্রা ইউপি চেয়ারম্যান মো. শওকত হোসেন, গয়হাটা ইউপি চেয়ারম্যান শেখ সামছুল হক সহ১২টি ইউনিয়নের সদস্য ও ভিডব্লিউবি চক্রের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।নাগরপুর উপজেলার ১২টি ইউনিয়নে মোট ২২৯২টি কার্ড বিতরণ করা হয় ।
Leave a Reply