গ্রাম বাংলার ঐতিহ্য আর সংস্কৃতিকে ধরে রাখতে নড়াইল সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব। মালাই রোল, ঝিনুক রোল, ক্যারেট বরফি, চিতাই পিঠা, ভাপা পিঠা, তাল পিঠা, সেমাই পিঠা, পাকান পিঠা, রসে ভিজা পিঠা, পায়েস, কুলিপিঠাসহ প্রায় ২০ প্রকার পিঠার পসরা সাজিয়ে বসেছেন শিক্ষার্থীরা। এ উৎসব ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ¡াস আর উদ্দীপনায় মিলনমেলায় পরিণত হয় কলেজ ক্যাম্পাস।
শনিবার (১৮ ফেব্রæয়ারি) বিকালে নড়াইল সরকারি মহিলা কলেজ মাঠে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
নড়াইল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শাহানারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এসময় মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি হোসনেআরা খানম রোজী, সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগমসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।#
You cannot copy content of this page