সুজন ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নের তুরুকপথা বাজারের পূর্ব দিকে ব্রীজ সংলগ্ন এলাকা থেকে সোমবার দুপুরে ৩৮ পিস টাপেন্টাডলসহ সোহেল রানা (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ভূল্লী থানা পুলিশ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সদর উপজেলার বালিয়া ই্উনিয়নের পূর্ব বগুলাডাঙ্গী গ্রামের আফজাল হোসেনের ছেলে।
ভূল্লী থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম আতিকুর রহমান জানান, ঠাকুরগাঁও সদর উপজেলার তুরুকপথা বাজার এলাকায় কতিপয় লোক অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে ভূল্লী থানা পুলিশ এর একটি দল তুরুকপথা বাজারের পূর্ব দিকে ব্রীজ সংলগ্ন বগুলাডাঙ্গী গ্রামস্থ আসামীর দোকান ঘরে অভিযান চালায়। এ সময় ওই দোকান ঘরে তল্লাশী করে ৩৮ পিস টাপেন্টাডলসহ সোহেল রানাকে আটক করে থানায় নিয়ে আসেন।
ভূল্লী থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম আতিকুর রহমান জানান, যে কোন ধরনের অভিযোগ করার জন্য থানা উম্মুক্ত। আপনারা সরাসরি থানায় অভিযোগ করতে পারবেন। পুলিশের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা করা হবে। তিনি আরো জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।ওই ঘটনায় ভূল্লী থানায় মামলা দায়ের করা হয়েছে। উক্ত আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে প্রেরণ করেন।
Leave a Reply