প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ৯:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২০, ২০২৩, ১১:৪২ পূর্বাহ্ণ
অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে আ.লীগ নেতার বাড়িতে ডাকাতি
নড়াইলে চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হাসানুজ্জামানের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলটি জানালার গ্রীল কেটে বাড়ির ভিতরে ঢুকে আগ্নেয়াস্ত্র, স্বর্ণলংকার ও নগদ অর্থসহ মোট কোটি টাকার মালামাল লুঠ করেছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।
সোমবার (২০ ফেব্রয়ারি) ভোরে শহরের মাছিমদিয়ায় ‘ঠিকানা’ নামের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে থেকে পুলিশ প্রশাসনের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ভুক্তভোগী চেম্বার অফ কমার্সের সভাপতি মোঃ হাসানুজ্জামান বলেন, আমরা স্বামী-স্ত্রী ঘুমিয়ে ছিলাম। আনুমানিক ভোর ৪ টা দিকে ৭-৮ জন লোক আমার ঘরে ঢুকে আমাকে বলে তারা ডাকাতি করতে এসেছে। একজন আমার গলায় রামদা এবং অন্যজন অস্ত্র ঠেকিয়ে আমাকে হত্যার হুমকি দেয় এবং বেঁধে ফেলে। পরে তারা চাবি নিয়ে আলমারি খুলে প্রথমে আমার একটি পিস্তল ও একটি বন্দুক নিয়ে নেয়। তারপর সেখানে থাকা আনুমানিক ৩০-৩২ লাখ টাকা এবং ছেলের বিয়ের জন্য বানিয়ে রাখা ৩৫ ভরির মত স্বর্ণলংকার লুট করে নিয়ে যায়। প্রাণের ভয়ে আমি তখন চিৎকার করতে পারি না।
হাসানুজ্জামানের ভাই জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ¦ ওয়াহিদুজ্জামান বলেন, সব মিলিয়ে আমাদের এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শহরের পরে এমন ঘটনা ঘটেছে। নড়াইলে এ ঘটনার পুনারাবৃত্তি যাতে না ঘটে সেদিকে প্রশাসনের খেয়াল রাখার আহ্বান জানান।
এ ব্যাপারে পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জেলা পুলিশ, পিবিআই, সিআইডি সকলে মিলে আমরা কাজ করছি। কারা কিভাবে এঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
© 2024 Probashtime