সুজন ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ মিনারে সোমবার রাত ১২.০১ মিনিটে ভূল্লী থানা অফিসার ইনচার্জ ওসি একেএম আতিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম পুস্পার্ঘ অর্পনের পর, আওয়ামী লীগ, বিএনপি, বালিয়া ইউনিয়ন পরিষদ, ভূল্লী প্রেস ক্লাব ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানায়।
এছাড়াও আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ পুস্পার্ঘ অর্পন করেন। নির্মিত শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
ভূল্লী কুমারপুর উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারের আলোক সজ্জা ও সাজ সজ্জার কাজটি করেন ভূল্লী ত্রিড়া, সাহিত্য ও সংস্কৃতি সংঘ। পরে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে নিহত শহীদদের আত্বার মাগফেরাত কামনা করা হয়।
You cannot copy content of this page