প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৬:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৩, ২০২৩, ১:৩১ অপরাহ্ণ
লোহাগড়ায় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ওয়াজ মাহফিল
নড়াইলের লোহাগড়া উপজেলার শামুকখোলা কাজী পাড়া জামে মসজিদ ও স্বতন্ত্র ইবতেদাই মাদ্রাসার প্রধান পৃষ্টপোষক কাজী শরিফুল ইসলাম মিন্টুর উদ্যোগের দিনব্যাপি ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দিনব্যাপী মাদ্রাসা প্রাঙ্গণে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার মধ্যে ছিল কুরআন, আযান, হামদ-নাত, গজল। এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয় ।
এতে উপজেলার শামুকখোলা কওমী মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মালঃ মুফতি আঃ হালিমের সভাপতিত্বে ও কাজী আব্দুল আলিমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লোহাগড়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু।
প্রধান উদ্ধোধক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী, বিশেষ অতিথি ছিলেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, নোয়াগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুন্সী জোসেফ হোসেন।
এসময় নোয়াগ্রাম ইউপি সাবেক চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম কালু, খন্দকার মোনায়েম, কাৃজী আবুল হোসেন, কাজী এনায়েত হোসেনসহ শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য উপস্থিত ছিলেন।
দ্বিতীয় দিন আগামীকাল শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) বিকেল ৪টায় মাদ্রাসা মাঠ চত্বরে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।
প্রধান বক্তা হিসেবে ওয়াজ করবেন শায়েখ মুফতি জহিরুল ইসলাম ফরিদী কেরানীরগঞ্জ, ঢাকা, প্রধান আলোচক হিসেবে ওয়াজ করবেন আলহাজ্ব মাওঃ সালাউদ্দিন চাঁদপুরী, বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করবেন হাফেজ মাওঃ মুফতি ইব্রাহিম খলিল আবরারী- নারায়ণগঞ্জ।#
© 2024 Probashtime