নড়াইল!! নড়াইলের সদর উপজেলায় কলেজ ছাত্র দ্বীপ্ত সাহা (২২) হত্যাকাÐের ১২ ঘণ্টার মধ্যে হত্যার রহস্য উদঘাটন করে হত্যাকাÐে জড়িত তিনজনকে আটক করেছে নড়াইল জেলা পুলিশ। এসময় ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করেছে।
গত শনিবার (২৫ ফেব্রæয়ারী) বেলা ১১টার দিকে নড়াইল সদর উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের হাজরাতলা মহাশ্মশানের পাশে একটি মাছের ঘের থেকে হাত-পা বাঁধা তার মরদেহ উদ্ধার করা হয়। দীপ্ত সাহা হোগলাডাঙ্গা গ্রামের দীনোবন্ধু সাহার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, দীপ্ত সাহার মরদেহ উদ্ধারের পর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দোলন মিয়ার নেতৃত্বে হত্যার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে নামে। তথ্য-প্রযুক্তির সহায়তায় প্রাথমিক তথ্য-উপাত্ত সংগ্রহের মাধ্যমে পুলিশ নিশ্চিত হয়, মোটরসাইকেলটির জন্য তারই পরিচিতরা এই নির্মম হত্যাকাÐ ঘটিয়েছে। মোটরসাইকেলটি উদ্ধার ও আসামিদের ধরতে একনাগাড়ে দিনভর জেলা পুলিশের একাধিক টিম অভিযান চালায়।
শনিবার রাতে নড়াইলের নড়াগাতী থানাধীন বাওইসোনা এলাকা থেকে কলেজ ছাত্রের মোটরসাইকেল উদ্ধার করা হয়। এসময় হত্যাকাÐে জড়িত তিনজনকে আটক করা হয়।
নড়াইল পুলিশ সুপার (এসপি) সাদিরা খাতুন বলেন, কলেজ ছাত্রের নির্মম হত্যাকাÐের পর আমাদের প্রথম কাজ ছিল হত্যার কারণ শনাক্ত করা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে মোটরসাইকেলের জন্য এই হত্যাকাÐ ঘটিয়েছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে আটকদের নাম প্রকাশ করছি না। অতি দ্রুত আমরা বিস্তারিত জানাব।#
You cannot copy content of this page