ঠাকুরগাঁও প্রতিনিধি : পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ঠাকুরগাঁও সদর থানা পুলিশের উদ্যোগে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারী ) সকাল ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কল) মিথুন সরকার, ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. কামাল হোসেন।
এছাড়াও বক্তব্য দেন, আকচা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এসএম শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুষার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হরি কিশোর, আকচা ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার হরি প্রসাদ, পুরাতন ঠাকুরগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমেশ চন্দ্র বর্মন, আকচা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোকলেছুর রহমান, আকচা ইউনিয়ন পরিষদের কৃষি সহ- উপ সহকারী দিদারুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, পুলিশ জনগণের বন্ধু শত্রু নয়, পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করতে হবে, পুলিশ জনগণের সেবক হয়ে সব সময় পাশে থেকে কাজ করছে।
তিনি বলেন, পুলিশের পাশাপাশি সাধারণ জনগণেরও দায়িত্ব মাদক, ইভ টিজিং ও সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, তিনি আরো বলেন, মাদকের সঙ্গে কোনো আপস নেই, মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যেকোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান।
এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং ও স্থানীয় নেতারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Like this:
Like Loading...
Leave a Reply