প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৫, ২:১২ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ১০:৫৪ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁওয়ে ‘মা সমাবেশ’ অনুষ্ঠিত
ঠাকুরগাঁও প্রতিনিধি : শতভাগ ভর্তি, ঝড়ে পড়া রোধ ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের পুরাতন ঠাকুরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মা সমাবেশে আকচা ইউনিয়নের ১৪ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মায়েরা অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো।
মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো বলেন, মা একটি ছোট শব্দ হলেও মায়ের কাছে একজন সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। তেমনি একজন সন্তানের কাছে মা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, মা গুরুত্বপূর্ণ অধ্যায়, মা একটি জীবন, মা একটি পৃথিবী, মা তার সন্তানের জন্য ইহকাল, পরকাল। একজন সুশিক্ষিত মা পারেন একটি শিক্ষিত জাতির জন্ম দিতে।
তিনি আরো বলেন, আজকের এই কোমলমতি শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। তাই আমার একমাত্র চাওয়া আপনার সন্তানকে ঘিরে। আমি বিশ্বাস করি প্রত্যেক মা এক সুরভিত ফুল আর প্রতিটি ঘর একেকটি স্কুল।
শিক্ষার কোনো বিকল্প নেই। সন্তানের জীবনের প্রথম শিক্ষার হাতেখড়ি মায়ের কাছ থেকেই শুরু হয়। মা একজন সন্তানের জীবনে অনন্য ভূমিকা পালন করেন। মা একটু সচেতন হলেই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন। তাই সন্তানের পড়ালেখায় মায়েদের আরও দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা, আকচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন।
এছাড়াও বক্তব্য দেন আকচা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল হক, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুষার চৌধুরী, আকচা ইউনিয়নের পুরাতন ঠাকুরগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমেশ চন্দ্র বর্মন, পুরাতন ঠাকুরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেখা চক্রবর্তী, মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন প্রমুখ।
© 2024 Probashtime