প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৪, ২:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১, ২০২৩, ১২:২৬ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে ‘মা সমাবেশ’ অনুষ্ঠিত
ঠাকুরগাঁও প্রতিনিধি : শতভাগ ভর্তি, ঝড়ে পড়া রোধ ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও ইয়াকুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মা সমাবেশে সালন্দর ইউনিয়নের ১৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মায়েরা অংশগ্রহণ করেন।
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামানের সভাপতিত্বে মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো বলেন, একজন আদর্শ মা একটি আদর্শ পরিবার গঠন তুলতে পারে। একজন শিক্ষার্থীকে সত্যিকারের দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে একজন মা-ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সন্তানের পড়াশোনা থেকে শুরু করে সব বিষয়ে একজন আদর্শ মায়ের হস্তক্ষেপ থাকলে সন্তান তাঁর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে। তার সন্তানদের প্রতি সার্বক্ষণিক খেয়াল রাখতে মায়েদের অনুরোধ করছি।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা, সালন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলে এলাহি মুকুট চৌধুরী সহ শিক্ষক ও অভিভাবক গণ।
© 2024 Probashtime