বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের খড়িবাড়ি হাজীপাড়া এলাকায় ৫ কোটি ২৬ লক্ষ ৪৪ হাজার ৯৬৮ টাকা ব্যয়ে ৯০ দশমিক ১০ মিটার একটি ব্রীজের উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রমেশ চন্দ্র সেন বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালীন অবস্থায় দেশের কি উন্নয়ন হয়েছিল তা আপনারা নিশ্চয়ই দেখেছেন। আর আওয়ামী লীগ সরকার গঠন করার পর থেকে দেশের কি উন্নয়ন হয়েছে তা আপনাদের সামনে দৃশ্যমান। প্রত্যেকটি সেক্টরে সরকার ব্যাপক উন্নয়ন করেছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশ একটি স্মার্ট বাংলাদেশে পরিণত হবে। তাই এই সরকারের সাথে থাকার জন্য আহবান জানাচ্ছি।
তিনি বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় এসেছিল দেশের অর্থ লুটপাট করার জন্য। তারা উন্নয়নের কথা বলে দেশের টাকা বিদেশে পাচার করেছে। জনগণের সাথে তারা প্রতারণা করেছে। আর এখন আওয়ামী লীগের চলমান উন্নয়নের যাত্রা ব্যাহত করার জন্য ওই বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করছে।
ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহবান জানান সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
রাজাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্র নাথ ঝাঁ এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়।
এছাড়াও বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান খোকন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী শাহারুল আলম মন্ডল, এলজিইডির উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের, জেলা কৃষক লীগের সভাপতি পবারুল ইসলাম, রুহিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু, রাজাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম প্রমুখ।