1. admin@protidinershomoy.com : admin :
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  3. wp-configuser@config.com : James Rollner : James Rollner
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত  ভূল্লী প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গুণীজন সম্মাননা বৈষম্যহীন রাজশাহী সংস্কৃতি পরিষদ গঠিত  ঠাকুরগাঁওয়ে ইটভাটায় অভিযান,২ লাখ টাকা জরিমানা নিজ হাতে মাঠ পরিষ্কার করলেন জেলা প্রশাসক ঠাকুরগাঁওয়ে কৃষকদের প্রশিক্ষণ ও বিনামূল্যে পুষ্টিসমৃদ্ধ জিংক ধানের বীজ বিতরণ ঠাকুরগাঁওয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে পুষ্টিসমৃদ্ধ জিংক ধানের বীজ বিতরণ ঠাকুরগাঁওয়ের পীরগেঞ্জ জিংক ধানের সম্প্রসারণে কৃষকদের প্রশিক্ষণ ও বীজ বিতরণ বেকারি কারখানায় বিএসটিআইয়ের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা বিএসটিআই’র অভিযানে ব্যাটারি পানি কারখানায় জরিমানা ও সিলগালা

অপহরণ করে মুক্তিপণ নিতে এসে রাজশাহীতে পুলিশের হাতে আটক-৩

সংবাদ দাতার নাম
  • সময় : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ১৯৯ জন পড়েছেন

অপহরণ করে মুক্তিপণ নিত
নিজস্ব প্রতিনিধি: রাজশাহী মহানগরীর সাগরপাড়া এলাকার এক ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ নিতে গিয়ে তিন অপহরণকারীকে আটক করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (৭ মার্চ) সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সকালেই রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এরআগে ঢাকা মহানগর পুলিশের সহায়তায় সোমবার অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে রাজধানী রামপুরার একটি বাড়ি থেকে।
আটকরা হলেন- বাগেরহাটের চিতলমারী থানার কুড়ালতলা গ্রামের আফজাল হোসেনের ছেলে মেহেদী হাসান (২৫), খুলনার সোনাডাঙ্গা থানার কমিশনার গলি নবপল্লীর মৃত সাহেব আলীর ছেলে জাহিদ হাসান (৩৫) ও ঢাকা মহানগরীর পল্লবী থানার মিরপুর দুয়ারীপাড়ার মৃত নাসিরুদ্দীন মণ্ডলের ছেলে মনোয়ার হোসেন (৬০)।
আরএমপির বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, গত রোববার রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সাগরপাড়া এলাকার মাসুদ আলী নামের এক ব্যক্তি জমি-জমা সংক্রান্ত মামলার কাজে ঢাকায় যান। ওইদিন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তার ছেলেকে মোবাইল ফোনে তিনি বলেন, ঘরের আলমারির চাবিসহ এক ব্যক্তিকে রাজশাহীতে পাঠালাম। তাকে আমার ব্যাংক হিসাবের চেক বইটা দিয়ে দিও। ছেলে মিনহাজ এসব কথার কারণ জানতে চাইলে কোনো প্রতি উত্তর না দিয়ে মোবাইল ফোনের সংযোগ কেটে দেন মাসুদ। মিনহাজের এ বিষয়ে সন্দেহ হয় এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের বিষয়টি তাৎক্ষণিক জানান। পরস্পর আলোচনার পর ঘটনাটি পুলিশকে জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
এরই মধ্যে রোববার রাত আড়াইটার দিকে তিনজন ব্যক্তি একটি প্রাইভেটকার নিয়ে মাসুদের সাগরপাড়ার বাড়ির সামনে গিয়ে তার ছেলের মোবাইলে ফোনে জানান তারা ঢাকা থেকে চেক বই নিতে এসেছেন। তখন তাদের গতিবিধি ও কথাবার্তায় সন্দেহ হলে মিনহাজ বিষয়টি তখনই পুলিশকে জানান। পুলিশের একটি টিম তাৎক্ষণিক সাগরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মেহেদী হাসান, জাহিদ হাসান ও মনোয়ার হোসেনকে আটক করে থানায় নিয়ে যান।
জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা মাসুদকে অপহরণের কথা স্বীকার করেন। পুলিশ এসময় তাদের ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করে।
আরএমপির বোয়ালিয়া জোনের উপপুলিশ কমিশনার (ডিসি) আরেফিন জুয়েল জানান, পুলিশের একটি টিম অপহৃত মাসুদকে উদ্ধারে আটকদের জিজ্ঞসাবাদ করে।
এ সময় তারা পুলিশকে জানায়, মাসুদকে ঢাকার বাড্ডা এলাকা থেকে অপহরণ করে রামপুরার একটি বাড়িতে আটক করে রাখে। ১০ লাখ টাকা মুক্তিপণ পেলে মাসুদকে তারা ছেড়ে দিবেন। টাকা না দিলে মাসুদকে প্রাণে মেরে ফেলার পরিকল্পনা ছিল তাদের।
সোমবার রাতে আসামিদের দেওয়া তথ্য এবং তথ্যপ্রযুক্তি ব্যবহার করে রাজধানী রামপুরা থানা পুলিশের সহায়তায় মাসুদকে উদ্ধার করা হয়। মুক্তি পেয়ে মাসুদ সোমবার রাতে রাজশাহীতে পরিবারের কাছে ফিরেন বলে জানান তিনি।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, আটকরা অপহরণকারী চক্রের সদস্য। তারা দীর্ঘদিন থেকে নিরীহ মানুষকে আটক রেখে মুক্তিপণ আদায় করে আসছে। সোমবার রাতে তাদের বিরুদ্ধে থানায় একটি অপহরণ মামলা করা হয়েছে।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page