নড়াইলে জুয়ার আসর থেকে জুয়ার সরঞ্জামসহ আন্তঃজেলা জুয়াচক্রের ৬ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত সোমবার (৬ মার্চ) দিবাগত রাতে নড়াইল সদর উপজেলার শংকর বিশ্বাসের মেহগনি বাগান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- নড়াইল সদর উপজেলার সিংগা শোলপুর গ্রামের হামিম শেখ (২১), সোহেল (২৮), রুবেল শেখ (৩০), রবিউল শেখ (২৭) ও তারাপুর গ্রামের দিলু মোল্যা (৫০) এবং খুলনা জেলার দৌলতপুর থানার কার্ত্তিককুল গ্রামের জহির শেখ (৪৫)।
পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ডিবি পুলিশ পরিদর্শক মোঃ জামিল কবীরের তত্ত্বাবধানে নড়াইল সদর উপজেলার শোলপুর গ্রামের জনৈক শংকর বিশ্বাসের মেহগনি বাগান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় জুয়ার আসর থেকে নগদ ১ হাজার ৪২০ টাকা ও জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের পরিদর্শক মোঃ জামিল কবীর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় নড়াইল জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
Leave a Reply