নিজস্ব প্রতিবেদকঃ ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল বলেন, ৭ মার্চের ভাষণ শুধু বাঙালি জাতির জন্য ঐতিহাসিক ভাষণ নয়, এটা সমগ্র বিশ্ববাসীর জন্য ঐতিহাসিক ভাষণ। ৭ মার্চের ভাষণের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাঙালি জাতির স্বাধীনতার ঠিকানা, স্বাধীনতার দিশা, স্বাধীনতার ঘোষণা তুলে ধরেননি, তিনি কিন্তু সারাবিশ্বের সমগ্র নির্যাতিত, নিপীড়িত জনগোষ্ঠীর জন্য একটি রূপরেখা রেখে গেছেন এই ভাষণের মাধ্যমে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের প্রাক্কালে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সমগ্র বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ এবং স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে। কোনো ধরনের আপসের পথে না গিয়ে বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে দেশের স্বাধীনতা অর্জনে ৩০ লাখ মানুষ জীবন উৎসর্গ করে, যা বিশ্ব ইতিহাসে নজিরবিহীন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পূর্ণ নিজের প্রেরণায় বাঙলার সাড়ে সাত কোটি মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্যই তিনি তাঁর কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছিলেন। বাঙালি জাতি আজকে এই ঐতিহাসিক ভাষণের জন্য গৌরবান্বিত। বাঙালি জাতি যতদিন বেঁচে থাকবেন এই ঐতিহাসিক ভাষণের জন্য ততদিন একটি অসামান্য উচ্চতায় আসীন থাকবে। বাংলাদেশের ইতিহাসে যেমন এই ভাষণ স্বর্ণাক্ষরে লিখিত থাকবে, তেমনি পৃথিবী যতদিন থাকবে, ততদিন বিশ্ব ইতিহাসে বঙ্গবন্ধুর এই ভাষণ গুরুত্বের সঙ্গে সংরক্ষিত থাকবে।
Leave a Reply