নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি
টাঙ্গাইলের নাগরপুরে আন্তঃ কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ-২০২৩ অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা কিন্ডারগার্টেন সমিতি এ অনুষ্টানের আয়োজন করেন।
উপজেলা কিন্ডারগার্টেনের সভাপতি মীর ওবায়েদ হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. গোলাম মোস্তাফা গোলামের পরিচালনায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরন অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি যদুনাথ পাইলট মডেল ¯কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম সবুজ, নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হোসেন আলী মনছুর, নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অমলেন্দু সোম রায়। এ সময় উপজেলার সকল কিন্ডারগার্টেনের শিক্ষক শিক্ষকা ও ছাত্র ছাত্রীসহ অভিবাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
ক্রীড়া অনুষ্টান শেষে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করে। ২০২২ সালে উপজেলা কিন্ডারগার্টেন সমিতির উদ্যোগে বৃত্তি পরিক্ষার আয়োজন করে প্লে থেকে ৫র্ম শ্রেনী পযর্ন্ত ৮০৩ জন অংশ গ্রহণ করে মেধাভিত্তিতে ট্যালেন্টপুল ৮১ জন ও সাধারন গ্রেডে ১২০ জন বৃত্তি পেয়েছে।
Leave a Reply