প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৯:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১১, ২০২৩, ১১:২১ পূর্বাহ্ণ
নড়াইলে ১০ দফা দাবিতে বিএনপির মানববন্ধন
বিএনপি কেন্দ্রীয় ঘোষিত যুগপৎ কর্মসূচি অংশ হিসেবে আজ শনিবার বেলা ১১টায় নড়াইল শহরের অদুরে নাকসী বাজারে মানববন্ধন করেছে নড়াইল জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন।
বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, চাল-ডাল-তেল-কৃষি উপকরণ ও শিক্ষা উপকরণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া'র নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়।
ঘন্টাব্যাপি এই মানববন্ধনে জেলা বিএিনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম সভাপতিত্ব করেন।
মানববন্ধনে বক্তব্য দেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক মনিরুল ইসলাম,সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলি মন্ডল,সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজ, সেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ ফসিয়ার রহমান,সদস্য সচিব মন্জুরুল কবীর সাঈদ বাবু,ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস,সাধারণ সম্পাদক মাহবুব সনিসহ আরো অনেকে । এ সময় ৫শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
© 2024 Probashtime