সুজন ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বাস-ট্রাক মালিক শ্রমিক ও থ্রি হুইলার মালিক-শ্রমিকদের নিয়ে হাইওয়ে থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ মার্চ) সকালে বোদা হাইওয়ে থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
বোদা হাইওয়ে থানার ওসি শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাইওয়ে রংপুর সার্কেলের পুলিশ সুপার জাহিদুর রহমান চৌধুরী।
এসময় বাস-ট্রাক মালিক শ্রমিক ও থ্রি হুইলার মালিক-শ্রমিক নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
সভায় থ্রি হুইলার বন্ধ, ওভারলোড, ওভারস্পিড নিয়ন্ত্রণ ও মামলা, ফিটনেসবিহীন গাড়ি না চালানো রুট পারমিট বিহিন গাড়ী না চালানো, মহা সড়কে শৃঙ্খলা মেনে গাড়ি চালানো, মাদক সংক্রান্ত বিষয়ে কেউ জড়িত না হওয়ার বিষয় আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।
You cannot copy content of this page