নড়াইলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিআরটিএর উদ্দোগে একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্টিক গ্রহন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫মার্চ) সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), নড়াইলের আয়োজনে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপত্বি করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধূরী। এসময় আরো বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম, সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), নড়াইলের সহকারী পরিচালক মাহাফুজুর রহমান, বিআরটিএ নড়াইলের ইন্সপেক্টর ফরহাদ হোসেন প্রমূখ।
পরে ফুলের তোড়া দিয়ে সেবা নিতে আসা আগতদের শুভেচ্ছা জানানো হয়। এসময় সংশ্লিষ্টরাসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপ্িথত ছিলেন।#
Like this:
Like Loading...
Leave a Reply