সুজন ঠাকুরগাঁও প্রতিনিধি: জমজমাট আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানাস্থ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বড়গ্রাম আলিম মাদ্রাসায় ৭ই মার্চ, ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসকে সামনে রেখে বার্ষিক সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ মার্চ) সকালে বড়গ্রাম আলিম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত চার দিন ব্যাপি এই প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানটি উদ্বোধন করেন, বড়গ্রাম আলিম মাদ্রাসার সভাপতি ও সাবেক চেয়ানম্যান নুরুল ইসলাম ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মাদ্রাসাটির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ এনামুল হক, জ্যোষ্ঠ প্রভাষক মোস্তাক আহমেদ, সহকারী শিক্ষক ফজলুল করীম, রুস্তম আলী প্রমুখ।
উদ্বোধক নুরুল ইসলাম বলেন, পাঠ্যপুস্তকের পাশাপাশি এ ধরনের সহ-পাঠ্যক্রমিক কার্যাবলি শিক্ষার্থীর মাঝে ইতিবাচক প্রভাব ফেলে। যা দিয়ে তারা আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে একটা সঠিক নির্দেশনা লাভে সক্ষম হবে। নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সঙ্গে সম্পৃক্ত করতে তাদের পরিপূর্ণভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের তরুণরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মতো বিজয় অর্জন করবে। সকালে কুরআন তেলাওয়াত, জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়।
প্রতিযোগিতা শেষে আগামী ২১ মার্চ বিজয়ীদের মাঝে উপহার, ক্রেস্ট, মেডেল প্রদান করা হবে।
You cannot copy content of this page