ঠাকুরগাঁও প্রতিনিধি : আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরতে ঠাকুরগাঁও-২ আসনের হরিপুর উপজেলায় গণসংযোগ করেছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মোস্তফা আলম টুলু।
বুধবার দিনব্যাপী হরিপুর উপজেলার ভাতুড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন তিনি।
আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মোস্তফা আলম টুলু ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তিনি ডাকসুর সাবেক সদস্য। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি মনোনয়ন প্রত্যাশী।
জানা যায়, ” নৌকার তরে, গ্রামে গ্রামে, জনে জনে ” এই স্লোগান সামনে রেখে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মোস্তফা আলম টুলু বুধবার দিনব্যাপী হরিপুর উপজেলার ভাতুড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে মানুষদের দ্বারে দ্বারে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরেন। তিনি জনগণের মাঝে উন্নয়নের হ্যান্ডবিল বিতরণ করেন। সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট চান।।
দিনব্যাপী গণসংযোগে হরিপুর উপজেলা আওয়ামীসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। আওয়ামী লীগ উন্নয়নের মাধ্যমে দেশের চেহেরা পাল্টে দিয়েছে। এটি সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্যই। তাই সরকারের উন্নয়নের চিত্র জনগণের সামনে তুলে ধরতেই আজকের এই গণসংযোগ। এই গণসংযোগ অব্যাহত থাকবে।
Like this:
Like Loading...
Leave a Reply