1. admin@protidinershomoy.com : admin :
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  3. wp-configuser@config.com : James Rollner : James Rollner
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৪:২৬ পূর্বাহ্ন

হেলিকপ্টারে মাকে নিয়ে গ্রামে ফিরলেন প্রবাসী ছেলে

জেলা প্রতিনিধি নড়াইল
  • সময় : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ১৭৪ জন পড়েছেন

মায়ের ইচ্ছে পূরণ করতেই প্রবাসী ছেলের এই ব্যতিক্রমী আগমন। মাকে আনা হয়েছে হেলিকপ্টার করে। এমন খবরে নড়াইলের কালিয়া উপজেলার মাউলী ইউনিয়নের কাঠাদোরা গ্রামে প্রথম হেলিকপ্টার ও মা-ছেলেকে দেখতে ভিড় করে গ্রামের মানুষজন। হেলিকপ্টার থেকে নেমে আসার পরই মা-ছেলেকে ফুল দিয়ে বরণ করেন গ্রামের মানুষ ও তাদের আত্মীয় স্বজনেরা ।

সোমবার (১৩ মার্চ) বিকালে কালিয়া উপজেলার মাউলী ইউনিয়নের কাঠাদোরা গ্রামে প্রবাসী শরিফুল ইসলামের বাড়ির সামনের মাঠে এমন ঘটনা ঘটে।

কাঠাদোরা গ্রামের মৃত সাহেব উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম (৩৮)। এক যুগের ও বেশি সময় ধরে সৌদিতে থাকেন। গতকাল সোমবার সকাল  ৮ টার দিকে ঢাকায় আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তিনি।

পরে মা মালেকা বেগমের (৫৫) স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টার ভাড়া করেন। সোমবার বেলা ৩ টার দিকে ঢাকা পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারে মাকে নিয়ে কাঠাদোরা গ্রামের নিজ বাড়ির সামনে মাঠে নামেন শরিফুল ।

গ্রামবাসী বলেন, আমাদের অজপাড়া গাঁয়ে এই প্রথম হেলিকপ্টার এসে নামলো। হেলিকপ্টার ও শরিফুলের মাকে দেখতে এসেছি।

শরিফুল ইসলাম  বলেন, আমার মায়ের স্বপ্ন ছিল হেলিকপ্টারে গ্রামের বাড়িতে আসবে। মায়ের প্রতি ভালোবাসা থেকে চেষ্টা করেছি। মায়ের স্বপ্ন পূরণ করতে পেরে ভালো লাগছে, আনন্দ লাগছে। অনেক দিন পর গ্রামের লোকদের দেখে খুবই ভালো লাগছে। হেলিকপ্টারে আমি, মা, আমার ছেলে, এসেছি।

শরিফুলের মা মালেকা বেগম বলেন, আমার আশা ও স্বপ্ন পূরণ করেছে ছেলে শরিফুল । আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।

শরিফুলের আত্মীয় স্বজনরা বলেন, হেলিকপ্টারে করে তার মাকে নিয়ে গ্রামে এনেছেন। এটা মায়ের প্রতি ছেলের অন্যরকম ভালোবাসা।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page