সুজন ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানাস্থ কাচারী বাজার উচ্চ বিদ্যালয়ে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২ (দুই) দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যা ৭ ঘটিকায় পুরস্কার বিতরণ খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান খোকন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কাচারী বাজার উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, বড়গাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরঞ্জন দেবনাথ মনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেনঃ ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড অরুনাংশু দত্ত টিটো।
গেষ্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভূল্লী ডিগ্রি কলেজের অধ্যক্ষ জুলফিকার আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বড়গাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান ফয়জুর রহমান, বিদ্যলয়ের প্রধান শিক্ষক লতিকান্ত দেবনাথ, বড়গাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাহেরুল ইসলাম হেলাল, ভূল্লী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ।
Leave a Reply