নড়াইলের লোহাগড়ায় মাদক মামলায় ৩ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো: হানিফ খাঁ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে বিশেষ অভিযান পরিচালনা করে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে লোহাগড়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত তোরাফ খাঁর ছেলে মো: হানিফ খাঁ মাদক মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে দীর্ঘ ৯ বছর যাবৎ পলাতক ছিল। এছাড়াও সে নড়াইল সদর ও লোহাগড়া থানার একাধিক মাদক মামলার এজাহারভুক্ত আসামি।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাসির উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলে, কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হানিফকে বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে।
You cannot copy content of this page