নড়াইল সদর উপজেলার সিংঙ্গাশোলপুর ইউনিয়নের সমাজিক সংগঠন গোবর ইয়াং স্টারের আয়োজনে ১৭ ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
শুক্রবার দিবসটি পালন উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন,সকাল ৮ টায় বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি শেষে গোবরা স্কুল চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে গ্রামের সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় স্কুল চত্বরে গিয়ে শেষ হয়।
পরে সকাল ১০ টার পর থেকে পর্যায়ক্রমে পুরুষদের ম্যারাথন দৌড়, সাইকেল রেস,সাঁতার প্রতিযোগিতার আয়োজন করেন। পরবর্তীতে মহিলাদের চেয়ার-সিটিং, বেলুন ফাঁটানো, বালিস বদল খেলা লক্ষ্য করা যায় । সঁন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়।
গোবরা ইয়াং স্টার কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে সার্বিক ভাবে সহায়তা করেন,সিংঙ্গাশোলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখ।
দিবসটি ঘিরে নানা আয়োজন হওয়ায় গ্রামীন মেলা বসে। মেলায় বিশেষ আকর্ষণ ছিল" র্ ্যাফেল ড্র"।
সিংঙ্গাশোলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখ বলেন, ইয়াং স্টার সংগঠনটি এলাকার বিভিন্ন উন্নয়ন মূলোক কাজে সহায়তা করে চলছে। বিশেষ করে গরীব অসহায় দুঃস্থ মানুষের পাশে গিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাদের নানামুখি সমাজ সেবা মূলোক কর্মকাণ্ড ইতিমধ্যে ইউনিয়নে ক্ষ্যাতি অর্জন করেছে। আজ তাদের এই আয়োজনকে আমরা সাধুবাদ জানাই।
You cannot copy content of this page