সুজন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানার অন্তর্ভুক্ত কুমারপুর উচ্চ বিদ্যালয়ে প্রতি বছরের ন্যায় এবারও বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ মার্চ) বিকাল ৩.৩০ মিনিটে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উক্ত অনুষ্ঠান সমাপ্তি হয়।
অনুষ্ঠানে কুমারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড,অরুণাংশু দত্ত টিটো।
গেষ্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভূল্লী ডিগ্রি কলেজের অধ্যক্ষ জুলফিকার আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য রওশনুল হক তুষার, বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান, বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলি ভুট্টাে চৌধুরী, বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান নুর এ আলম সিদ্দিকী মুক্তি, কুমারপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মনোরঞ্জন বর্মন, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য আনারুল হক সরকার, জেলা যুবলীগের উপ দপ্তর সম্পাদক এস এস শাওন চৌধুরী, জেলা কৃষকলীগের সংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বাবু, ভূল্লী প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক বাপ্পী, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য বৃন্দ।
এ সময় খেলায় গ্রহনকারী ১ম,২য় ও ৩য় স্থান পাওয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। নানা ধরনের খেলা দেখতে এবং খেলায় অংশ গ্রহন করতে শতভাগ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস আলী বলেন, এ বিদ্যালয়ে অধ্যক্ষ জুলফিকার আলী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা অবস্থায় অনেক উন্নয়ন হয়েছে, ৪ তলা ভবন, নিয়মিত খেলা ধুলা, বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা, মাঠে মাটি ভরানো সহ স্কুলের সার্বিক অবস্থার অনেক কিছু পরিবর্তন হয়েছে।
প্রধান অতিথি হিসেবে বক্তব্যে অরুণাংশু দত্ত টিটো বলেন, এ স্কুল টি অনেক ভালো অবস্থানে রয়েছে, রেজাল্ট ভালো হচ্ছে, বিভিন্ন শিক্ষার্থী ভালো ভালো যায়গায় চান্স পেয়েছে এবং উন্নয়নের ক্ষেত্রে আমি সার্বিক সহযোগিতা করবো। এ স্কুল টি যেনো ঠাকুরগাঁও জেলার মধ্যে সুনামের সহিত গড়ে উঠতে পারে, ভালো অবস্থান তৈরী করতে পারে।
You cannot copy content of this page