নিজস্ব প্রতিবেদকঃ
মহাত্মা গান্ধী পিচ অ্যাওয়ার্ড (ইন্টারন্যাশনাল) পেলেন বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় নির্বাচন পরিচালনা উপকমিটির সদস্য ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রসায়নবিদ ড. মো. জাফর ইকবাল।সামাজিক উন্নয়নের কাজে বিশেষ অবদান রাখায় মহাত্মা গান্ধী অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি।
জমকালো আয়োজনের মাধ্যমে অ্যাওয়ার্ড তুলে দেন প্রগতি বাংলা ইন্ডিয়ার সকল নেতৃবৃন্দ।
রসায়নবিদ ড. মো. জাফর ইকবাল বলেন, এই অর্জন আমার একার নয়, বাংলাদেশের প্রতিটি মানুষের। বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে আমরা কাজ করেছি। তাই দেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বের দৃষ্টি অর্জন সক্ষম হয়েছি। আমাদের পরিবর্তী লক্ষ্য স্মার্ট বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা।
তিনি আরও বলেন, প্রগতি বাংলা ইন্ডিয়ার সকল নেতৃবৃন্দকে আমার পক্ষ থেকে অভিনন্দন, আমি এই পুরস্কার বাংলাদেশ ও ভারতের জনগনকে উৎসর্গ করলাম।সফল কর্মে পুরস্কার প্রাপ্তি তে সুখ অনুভব হয়।তারপর আমি বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ভারতে উপস্থিত গুণীজনদেরকে বাংলাদেশের বিখ্যাত ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলের উপস্থিতদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার লেখা বই উপহার হিসেবে প্রদান করি। অ্যাওয়ার্ড আমাকে স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করতে উৎসাহ যোগাবে।
Leave a Reply