প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৫:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৯, ২০২৩, ৩:৩৪ অপরাহ্ণ
নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে হাসান ইকবালের শোক
নিজস্ব প্রতিবেদকঃ
স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল।
হাসান ইকবাল বলেন, ‘নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে আমার পক্ষ থেকে গভীর শোক এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা প্রকাশ করছি। তার রাজনৈতিক জীবন, আদর্শ এবং কর্ম আমাদের নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আমিতৈার বিদেহী রূহের মাগফিরাত কামনা করি।
শোক বার্তায় তিনি আরও বলেন, আল্লাহর কাছে প্রার্থনা করছি যাতে মরহুমের পরিবার যেন এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে পারেন।
বুধবার (২৯ মার্চ) ভোর রাতে রাজধানীর একটি হাসপাতালে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নূরে আলম সিদ্দিকীর মৃত্যু হয়।
তার ছেলে তাহজীব সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
© 2024 Probashtime