নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি
টাঙ্গাইলের নাগরপুরে টাঙ্গাইল-আরিচা মহাসড়ক নাগরপুর বাজার অংশটুকুতে নিরাপদ সড়ক ও ব্যবসায়ীদের রক্ষায় বাইপাস রাস্তা করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে ভূমি মালিক ও ব্যবসায়ীদের উদ্যোগে নাগরপুর সরকারি কলেজের মূলফটকের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে বাইপাস রাস্তা বাস্তবায়ন কমিটির আহবায়ক মো. সিরাজুল ইসলাম, সদস্য সচিব মুজিবুর রহমান ও যুগ্ন আহবায়ক মো. আকবর হোসেনের নেতৃত্বে শতাধিক ব্যবসায়ী নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান এর কাছে বাইপাস রাস্তা বাস্তবায়নের দাবিতে স্বরকলিপি প্রদান করে।
মানববন্ধনে বক্তারা বলেন, নাগরপুর বাজার হইতে ঐতিহ্যবাহী উপেন্দ্র সরোবর (দিঘী) পর্যন্ত রাস্তার এই অংশটুকুতে রয়েছে বেশ কয়েকটি কিন্ডারগার্টেন ও হাই স্কুল কলেজসহ ধর্মীয় প্রতিষ্ঠান সমুহ। তাই বাজারের এই অংশটুকু বাইপাস করা হলে উন্নয়নের সাথে সাথে নিরাপদ হবে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়ক। একই সাথে সব হারিয়ে নি:স্ব হওয়ার হাত থেকে বেঁচে যাবে কয়েকশ ব্যবসায়ী। সকল কিছু বিবেচনা করে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার কাছে বাইপাস রাস্তার জন্য আকুল আবেদন জানান তারা।
Leave a Reply