মোঃ-সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টারঃ-
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবির অভিযানে বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রামস্থ চৌধুরী মার্কেটে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিলসহ ০১ জন সিন্ডিকেট ব্যবসায়ীকে আটক করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক জানান, দীর্ঘদিন যাবত মাদক ও চোরাচালান মালামাল আটকের নিমিত্তে যশোর ব্যাটালিয়ন কর্তৃক গোয়েন্দা তৎপরতাসহ মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে, গত ২৯ মার্চ রাত ৯ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি চৌকষ টহলদল যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রামস্থ চৌধুরি মার্কেটে একটি বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করে। এসময় উক্ত স্থানে থাকা ০৬ টি ল্যাগেজ তল্লাশি করে ০১ টি ল্যাগেজের মধ্য হতে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ০১ জনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি-মোঃ হারুন অর রশিদ(৩২), যশোরকে জিজ্ঞাসবাদের প্রাথমিক পর্যায়ে অসঙ্গত কথাবার্তা বলেও, এক পর্যায়ে সে স্বীকার করে, “সে অবৈধভাবে চোরাচালানী মালামাল বেনাপোল বন্দর দিয়ে আনা নেওয়ার বিষয়ে সিন্ডিকেট পরিচালনা করে থাকে। এছাড়াও কাস্টমস এবং বিজিবির চোখ ফাঁকি দিয়ে তারা প্রতিদিন গভীর রাতে বেশ কিছু অবৈধ মালামাল বন্দর এলাকা দিয়ে চোরাই পথে এনে বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন এলাকায় পাচার করে থাকে। অভিযুক্ত মোঃ হারুন গ্রেফতার হলেও এই সিন্ডিকেট ব্যবসার সাথে জড়িত চক্রের সহযোগীরা পলাতক রয়েছে। উক্ত সিন্ডিকেট দলের সদস্যদেরকে ধরার জন্য বিজিবি তৎপর রয়েছে।
তিনি আরো জানান, বর্তমানে আটককৃত আসামীকে মাদকদ্রব্যসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply