মোঃ সুজন আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি: “আইন মেনে সড়কে চলি-নিরাপদে ঘরে ফিরি” এই পতিপাদ্যকে সামনে নিয়ে হাইওয়ে পুলিশ (বগুড়া জোনের) পক্ষ থেকে মহাসড়কে দুর্ঘটনা রোধে চলছে নিয়মিত প্রচারনা।
শুক্রবার (৩১ মার্চ) সারা দিন পঞ্চগড় টু ঠাকুরগাঁও মহাসড়কে আইন অমান্য করে নছিমন, করিমন, ভটভটি, ইজিবাইক, রিকশা ও থ্রি হুইলার চলাচল করতে নিষেধ করা হয়েছে।
আইন অমান্য করে এই সমস্ত যানবাহন চাল চল করলে ২০১৮ সালের সড়ক পরিবহন আইন অনুযায়ী অনধিক ৩ মাসের কারাদণ্ড বা ২০ হাজার টাকা অথবা উভয় দন্ডে দন্ডিত হইবে। মহাসড়কের উভয় পাশে ১০ মিটারের মধ্যে কোনো প্রকার স্থাপনা তৈরী নিষেধ করা হয়েছে, এ আইন অমান্য করলে অনধিক ২ বছরের কারাদণ্ড বা ৫ লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হইবে, মহাসড়ক বা সড়কের ফুটপাতে বা অভার পলিপাশে অথবা সড়কের পাশে মটর যান মেরামতের নামে যন্ত্রাংশ রেখে বাধা সৃষ্টি করলে ৩ মাসের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
এ প্রচারনার কাজ নিয়মিত চালানো হবে বলে নিশ্চিত করেছেন বোদা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম।
Leave a Reply