মোঃ-সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টারঃ-
যশোরে চৌগাছায় বিজিবির তাড়া খেয়ে দেড়কোটি টাকার সোনার বার ফেলে পালিয়ে গেছে এক পাচারকারী। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধার পর উপজেলার ভারতসীমান্তবর্তি লক্ষীপুর গ্রামে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একজন চোরাকারবারী কপোতাক্ষ নদ ব্যবহার করে বাংলাদেশ হতে স্বর্ণ ভারতে পাচার করবে। উক্ত তথ্যের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি চৌকষ টহলদল তৎক্ষনাত কপোতাক্ষ নদের তীরে ফাঁদ পেতে থাকে। সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে একজন ব্যক্তিকে সন্দেহজনক ভাবে উক্ত এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায় ।টহল দল কর্তৃক উক্ত ব্যক্তিকে ধাওয়া করলে লোকটি ভারতের দিকে পালিয়ে যায় এবং পালানোর সময় উক্ত ব্যক্তির কোমরে রাখা স্বর্ণের বারগুলো পড়ে যায়। পরবর্তীতে উক্ত স্থান হতে ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার দাম এককোটি ৫১ লাখ ৫০ হাজার টাকা।
আটককৃত স্বর্ণ চৌগাছা থানায় মামলা দায়ের এর মাধ্যমে ট্রেজারীতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে বিজিবি জানান।
Leave a Reply