নাগরপুর (টাঙ্গাইল)প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সব মসজিদের ইমাম ও খতিবদের সাথে মতবিনিময় সভা করেছেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু ।
সোমবার সকালে উপজেলা মিলনায়তনে আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করেন। আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশন এর তহবিল থেকে ৭০৭ জন মসজিদের ইমামদের প্রত্যেককে ১ হাজার ৫০০ টাকা করে ঈদ উপহার ও একটি ছাতা স্বরুপ দেওয়া হয়েছে।
আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের সভাপতি মজিবুল ইসলাম পান্নার সভাপতিত্বে ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার ওয়াহিদুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা ,জেলা ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক মোহম্মদ আলী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আনিসুর রহমান আনিস,নাগরপুর থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন, উপজেলা ইমাম সমিতির সাধারন সম্পাদক মো.ইব্রাহিম হোসেন খান প্রমূখ।
You cannot copy content of this page