আবির মাহমুদঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকাস্থ রায়গঞ্জ উপজেলা সমিতির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন আর সি মজুমদার অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
রায়গঞ্জ উপজেলা সমিতির সভাপতি ড. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ঢাবির সাবেক শিক্ষার্থী রায়হান আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রায়গঞ্জ,তাড়াশ ও সলঙ্গা ৩ আসনের এমপি অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন,রায়গঞ্জ এর কৃতি সন্তান,ইউনিমার্ক গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক শামিম আজাদ।
এসময় ঢাকাস্থ রায়গঞ্জ উপজেলা সমিতির সাধারণ সম্পাদক নুরনবী তালুকদার,সাংগঠনিক সম্পাদক দারোদামুয়াজ আশু,শরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ জোবায়ের রুবেল,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মহিউদ্দিন শামিম,কার্য নির্বাহী সদস্য বিপ্লব ঘোষ,মোত্তাকিন হৃদয়,জামিরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এসময় ঢাকাস্থ রায়গঞ্জ উপজেলার রাজনৈতিক, পেশাজীবী নেতা ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্যঃ ঢাকায় অধ্যায়নরত মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় এবং ঢাকাস্থ রায়গঞ্জ উপজেলা সমিতির ওয়েব পোর্টালের শুভ উদ্বোধন করা হয়।
You cannot copy content of this page