প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ৫:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৭, ২০২৩, ১২:০৬ অপরাহ্ণ
নড়াইলে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার-৭
গ্রেপ্তারকৃতরা হলেন- মাদক মামলায় ৬ মাসের কারাদণ্ডপ্রাপ্ত আসামি নয়ন শেখ (২৩)। সে সদর উপজেলার মহিষখোলা গ্রামের সোনা মিয়া শেখের ছেলে। এছাড়া মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা মূলে সদর থানার ভওয়াখালী গ্রামের প্রদীপ বিশ্বাস (৩০) ও কৌশুল্য বিশ্বাস, ভাদুলীডাঙ্গা গ্রামের রফিকুল ইসলাম (৪৫), রতডাঙ্গা গ্রামের ইবাদুল ইসলাম (২৩), নড়াগাতি থানাধীন কলাবাড়িয়া এলাকার ফুরকান শেখ (৩৪) এবং খুলনা জেলার তেরখাদা থানা এলাকার বাসিন্দা সুমন বিশ্বাস (২৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নড়াইল জেলার পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন এর নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
© 2024 Probashtime