নিজস্ব প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহীর মোহনপুর মডেল প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ এপ্রিল) ইফতার পূর্ব মুহুর্তে দেশ ও জাতির উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সেই সাথে বর্তমান সময়ে সারা দেশে সাংবাদিক নির্যাতন বন্ধের দাবি জানান সাংবাদিক নেতারা।
ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি রফিকুল আলম সোহেল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর থানার ওসি মোহা. সেলিম বাদশাহ্। বিশেষ অতিথি ছিলেন মোহনপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব হুমায়ন কবির, এসআই দেবাশীষ নন্দী, এসআই আবু জাহেদ শেখসহ থানা অফিসার বৃন্দ।
এসময় অন্যান্য সাংবাদিকদের মাঝে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ও মানবাধিকার কর্মী মো: শাহীন সাগর, শরিফুল ইসলাম, আলাউদ্দিন মন্ডল, শফিকুল ইসলাম, আজাদ আলী, এনামুল হক মামুন, মো: মনিরুজ্জামান, ইসহাক আলী পিন্টু, মীর সাদিক প্রমুখ। ক্লাবে অন্তরঙ্গ পরিবেশে অনুষ্ঠিত ইফতারে ক্লাবের সদস্যদের মিলনমেলায় পরিণত হয়।
Like this:
Like Loading...
Leave a Reply