মোঃ-সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টারঃ- যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মো. বিপ্লব হোসেন (১৯) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ এপ্রিল) দুপুর ৩টার দিকে বেনাপোল রঘুনাথপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বিপ্লব রঘুনাথপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে রঘুনাথপুর সীমান্ত এলাকার কাঁচা রাস্তার উপর হতে ১০ কেজি গাঁজা সহ বিপ্লব নামে একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।
Leave a Reply