নড়াইল পৌরসভার মহিষখোলা এলাকায় ড্যান্ডি আঠা সেবনের দায়ে তরিকুল ইসলাম (২৫) নামের এক যুবককে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ এই রায় দেন। সোমবার (১৭ এপ্রিল) বিকালে মহিষখোলা এলাকা থেকে আটক করা হয়। তরিকুল মহিষখোলা এলাকার ইলিয়াস মোল্যার ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) শিশির কুমার সঙ্গীয় ফোর্সসহ মহিষখোলা এলাকায় অভিযান চালিয়ে তরিকুল ইসলাম কে কৌটা ড্যান্ডি আঠা সেবনরত অবস্থায় আটক করে। সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
Leave a Reply