মোঃসেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টারঃ-
বেনাপোল পোর্টথানা পুলিশের আজ দ্বিতীয় অভিযানে আরারও ইয়াবা ট্যাবলেট’সহ মোঃ কামাল হোসেন গাজী (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ সদস্যরা ।
রবিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৯ টার সময় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ কামাল হোসেন গাজী বেনাপোল পোর্ট থানাধীন গাতিপাড়া গ্রামের মোঃ নিয়াম উদ্দিন গাজীর ছেলে।
বেনাপোল থানার পুলিশ জানায়, যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার) পিপিএম এর নির্দেশক্রমে পোর্টথানা এলাকায় অভিযান চালিয়ে ৩২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ কামালকে গ্রেফতার করা হয়।
এদিকে আরেক অভিযানে পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে বেনাপোল পোর্ট থানাধীন রঘুনাথপুর গ্রামে অভিযান চালিয়ে ৩ শ’ পিচ ইয়াবা ট্যালেট ও একটি প্রাইভেটকার সহ , ১. ইমরান হোসেন সানি (২৮) সে ঝিকরগাছা থানার পুরন্দরপুর গ্রামের শহিদুর রহমানের ছেলে, ২. শাহরিয়ার হাসান (৩১) সে কোতোয়ালি থানার পাল বাডি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। ৩. মোঃ রাকিব হোসেন (২৩) একুই থানার রেলগেট ৫ নং ওয়ার্ড়ের মোঃ বাবলু মিয়ার ছেলে। তিনজন কে আটক করা হয়।
বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভূঁইয়া ইয়াবা সহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীরদের বিরুদ্ধে যথাযথ আইনী- প্রক্রিয়া শেষে আজ রবিবার বিজ্ঞ আদালতের পাঠানো হবে।
Leave a Reply