প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ১০:০০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২৩, ১:৪৬ অপরাহ্ণ
রায়গঞ্জে ধামাইনগর ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠিত
সাইদুল ইসলাম আবির,সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে ধামাইনগর ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ২০২৩- ২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা ও উপস্থিত ইউনিয়নবাসীদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার(২০ এপ্রিল) বিকালে ধামাইনগর ইউনিয়ন পরিষদ চত্বরে এলাকার মান্যগণ্য ব্যক্তিদের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করেন ইউপি সচিব মো.রোজিন পলাশ।এর আগে বাজেট উপলক্ষে ইউপি চেয়ারম্যান রাইসুল হাসান সুমনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন, এর আগে ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণায় স্থানীয়রা জানতো না, চেয়ারম্যান রাইসুল হাসান সুমনের এমন উদ্যোগে সবার অংশগ্রহণে উন্মুক্ত এ বাজেট ঘোষণা করা হয়েছে। এ বাজেট স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গঠনে ভূমিকা রাখবে বলে তারা মনে করেন। এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও দৃশ্যপট অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব নুরুল হক নয়ন,সকল ইউপি সদস্য ও সদস্যা,গ্রাম পুলিশে কর্মরত সকল কর্মী, গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিসহ এলাকার সুধীজন। বার্ষিক ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেটে রাজস্ব ও উন্নয়ন সম্ভাব্য আয় ২ কোটি ৮৮ লক্ষ ১৫ হাজার ৪শত ৬৬ টাকা এবং ব্যয় ২ কোটি ৮৭ লক্ষ হাজার ৭৪ হাজার ৩৬ টাকা, উদ্বৃত্ত ৪১ হাজার ৪ শত ৩০ টাকা ধরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য বাজেট ঘোষণা করা হয়।
© 2024 Probashtime