নড়াইলের লোহাগড়া থানা পুলিশ মঙ্গলহাটা উত্তরপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ ২জন মাদক ব্যবসায়ী কে আটক করেছে। আটককৃত মাদক ব্যবসায়ী হলেন উপজেলার মল্লিকপুর ইউপির মঙ্গলহাটা উত্তরপাড়া গ্রামের ইদ্রিস শেখের ছেলে জামিরুল ইসলাম সবুজ(৩২) ও একই গ্রামের বাদশা মৃধার ছেলে ইস্রফিল মৃধা (৩৬) ।
পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার(২৫এপ্রিল) রাতে এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলহাটা গ্রামে অভিযান চালিয়ে জামিরুলের কাছ থেকে ৪০ পিস ও ইস্রফিলের পকেট থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্বার করে।
এদিকে নড়াইল সদর থানার এসআই আজিজুর রহমান গোপন সংবাদের ভিক্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে নড়াইল পৌরসভার ডুমুরতলা এলাকায় অভিযান চালিয়ে ৩ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী অনিক ওরফে মানিক (৩৫)কে আটক করে। সে নড়াইল সদর উপজেলার ভওয়াখালী গ্রামের খোকন চন্দ্র দেবনাথের ছেলে।
এব্যাপারে নড়াইল পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন বলেন,আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।#
You cannot copy content of this page