প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৪, ৭:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৫, ২০২৩, ১:৫৪ অপরাহ্ণ
জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন রেডা নেতৃবৃন্দ
শাহিনুর রহমান সোনা, রাজশাহী: রাজশাহীতে নবাগত জেলা প্রশাসক শামীম আহমেদ'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রিয়েল স্টেট এন্ড ডেভেলপমেন্ট এসোসিয়েশন (রেডা) রাজশাহী'র নেতৃবৃন্দ। রহমান সোনা, রাজশাহী: রাজশাহীতে নবাগত জেলা প্রশাসক শামীম আহমেদ'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রিয়েল স্টেট এন্ড ডেভেলপমেন্ট এসোসিয়েশন (রেডা) রাজশাহী'র নেতৃবৃন্দ।
সোমবার (১৫ মে ) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক শামীম আহমেদকে রেডা রাজশাহী'র সভাপতি তোফিকুর রহমান লাবলু ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজী'র নেতৃত্বে একটি প্রতিনিধি দল ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী উপস্থিত ছিলেন।
রেডা'র নেতৃবৃন্দ জেলা প্রশাসকের আন্তরিকতায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে রাজশাহী জেলার উন্নয়নের আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দিতে রেডা'র পাশে থাকার অনুরোধ জানান তারা।
নেতৃবৃন্দ আরো বলেন, অক্লান্ত পরিশ্রম, সততা আর নিষ্ঠার সঙ্গে আমরা রাজশাহীকে একটি আন্তর্জাতিক মানের সুন্দর নগরী গড়ে তুলতে চেষ্টা করছি।
আমরা দেশকে ভালোবাসি, রাজশাহী বাসীকে ভালোবাসি। রাজশাহীর উন্নয়নে সর্বদা চেষ্টা করি। সেই লক্ষে রেডা কাজ করছে আর করেই যাবে। রেডা'র মাধ্যমে অনেক কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, একটি সুন্দর পরিকল্পিত নগরায়ন সৃষ্টিতে রিয়েল স্টেট ব্যবসায়ীদের ভুমিকা অনেক বেশি। তারা চাইলেই একটি আধুনিক বিশ্ব মানের নগরী উপহার দিতে পারেন।
নগরীর সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি রাজশাহীর দীর্ঘ দিনের সুনাম অক্ষুণ্ণ রেখে কাজ করারও আহবান জানান তিনি। এসময় তিনি রেডা'র সব ভালো সহযোগিতা ও পাশে থাকবেন বলেও উল্লেখ করেন।
© 2024 Probashtime